সারাদেশ

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সেলাই মেশিন ও আর্থিক অনুদান প্রদান

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অসহায় অস্বচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মামুন ভুঁইয়া'র সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান সহ অন্যান্যরা।
এসময় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও জেলায় মোট অসহায় অস্বচ্ছল ৬০ জন মহিলাকে শেলাই মেশিন, ৫৭ জনকে অনুদানের চেক মোট ১৬ লক্ষ ২৫ হাজার টাকা এবং নগদ অর্থ ৪০ জনকে ৮০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।এছাড়াও বিভিন্ন শিক্ষার্থীদের পুরস্কার ও প্রশিক্ষিত নারীদের মাঝে সনদপত্র তুলে দেওয়া হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments