September 16, 2024
বিশ্বযোগ

চাঁদের বিস্ময়কর ছবি পাঠাল ভারতের চন্দ্রযান

চাঁদের কক্ষপথে ছুটে চলছে ভারতের মহাকাশযান ‘চন্দ্রযান-৩’। ইতোমধ্যে এটি চাঁদের অনেকটা কাছে পৌঁছে গেছে। ইতোমধ্যে এই মহাকাশযানের তোলা চাঁদের প্রথম ছবি প্রকাশ করা হয়েছে। টুইটারে ‘চন্দ্রযান-৩’ এর তোলা বেশকিছু ছবি প্রকাশ করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।
এতে দেখা যায়, চাঁদের গায়ে বেশকিছু বড় বড় গোলাকার গর্ত রয়েছে। ‘চন্দ্রযান-৩’ চাঁদের যত কাছে যাচ্ছে, গর্তগুলো ততই বড় দেখাচ্ছে। একটি ভিডিওতে দেখা গেছে, চাঁদের চারদিকে গভীর অন্ধকার। তারমধ্যে ধূসর রঙের গোলক। চন্দ্রপৃষ্ঠে অনেক ছোট বড় গর্ত। দেখে মনে হচ্ছে, চাঁদের একেবারে কাছেই পৌঁছে গেছে ‘চন্দ্রযান-৩’।
ইসরো জানায়, তারা চন্দ্রযান-৩ কে সবসময় পর্যবেক্ষণ করছেন। মহাকাশযানটি স্বাভাবিকভাবে চলছে।সংস্থাটি এ নিয়ে তৃতীয়বারের মত সফলভাবে চাঁদের কক্ষপথে মহাকাশযান পাঠিয়েছে।
এর আগে, গত ১৪ জুলাই ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ‘চন্দ্রযান-৩’ এর সফল উৎক্ষেপণ হয়। ইসরোর বিজ্ঞানীরা আশা করছেন, তারা আগামী ২৩ বা ২৪ আগস্ট এটির মাধ্যমে চাঁদের বুকে রোবটযান নামাতে সক্ষম হবেন। তারপর চন্দ্রযান থেকে ল্যান্ডার বিক্রম চন্দ্রপৃষ্ঠে অবতরণের চেষ্টা করবে।
এই অভিযান সফল হলে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে গবেষণা কাজ শুরু করতে পারবে। চাঁদের ওই অংশ সম্পর্কে এখনও খুব কম তথ্যই মানুষ জানেন। এ ছাড়া বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারত চাঁদে অবতরণ করতে যাচ্ছে। ভারতের আগে যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীনের মহাকাশযান চাঁদে অবতরণ করেছে। সূত্র : বিবিসি

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments