September 08, 2024
সারাদেশ

পীরগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে “আত্মনিয়ন্ত্রনাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুনরাই মূল শক্তি” জাতিসংঘের এই প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস -২০২৩ পালিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা আন্তর্জাতিক আদবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা যোসেফ হাসদার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামিমের নের্তৃত্বে বিভিন্ন আদিবসী সংগঠনের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান -প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।উপজেলা আদিবাসী ছাত্র উন্নয়ন পরিষদের সম্পাদক জুয়েল তির্কীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থার সভাপতি সুশিল তিগ্যা, উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি মি. অগাষ্টিন মিনজী, আদিবাসী নেতা আমীন হাসদা, আদিবাসী ছাত্রউন্নয়ন পরিষদের সভাপতি লিটন মার্ক লাকড়া। শেষে আদিবাসী শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments