September 08, 2024
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সুফিউল আনামের কৃতজ্ঞতা প্রকাশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সপরিবার সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার হাতে ইয়েমেনে অপহরণের শিকার জাতিসংঘের কর্মকর্তা বাংলাদেশি নাগরিক লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ কে এম সুফিউল আনাম।বৃহস্পতিবার (১০ আগস্ট) গণভবনে সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এ সময় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ উপস্থিত ছিলেন।
ইয়েমেনে আল কায়েদার হাতে ১৮ মাস বন্দি থাকার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় জাতিসংঘের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনামকে এনএসআইয়ের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। সুফিউল আনাম বুধবার (৯ আগস্ট ২০২৩) বিকেলে দেশে ফিরেছেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments