September 19, 2024
অপরাধ

কিশোরগঞ্জে চোরাই পথে ইউরিয়া ও পটাশ সার বিক্রি

কিশোরগঞ্জ ( নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় শুক্রবার বিকাল ৪ টার সময় কিশোরগঞ্জ বাজার এলাকার দোকানদার মেসার্স সবুজ ট্রেডার্সে চোরাই পথে প্রায় ১ বস্তা ইউরিয়া ও পটাশ সার এনে তার দোকানের ভিতরে রেখে বিক্রি করার অভিযোগ উঠেছে।সরজমিনে গিয়ে দেখা যায়, কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর কর্তৃক অনুমোদিত বালাইনাশক দোকানের মালিক প্রোঃ মোঃ সবুজ মিয়া ও আঃ সামাদ নামের দোকানদার চোরাই পথে প্রায় ১ শত বস্তা ইউরিয়া ও পটাশ সার একটি নসিমন গাড়ীতে করে এনে তার দোকানে ভিতরে রাখছে।
এ সময় মেসার্স সবুজ ট্রেডার্সের মালিক সবুজ মিয়ার কাছে সার ক্রয়ের রশিদ যাইলে তিনি বলেন সারের কোন রশিদ তার কাছে নাই, কোথায় থেকে সার এনেছেন প্রশ্ন করলে তিনি কোন সঠিক উত্তর দিতে পারেন নি। ঐ দোকানদার এভাবে অনেক দিন থেকে চোরাই সার ক্রয় করে বিক্রির করার অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া তাদের কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর কর্তৃক থেকে শুধু মাত্র বালাইনাশক ঔষধ বিক্রির অনুমুতি দেয়া আছে কোন প্রকার সার বিক্রির অনুমুতি নেই। তার কীটনাশক লাইসেন্স নম্বর খুচরা,নীল/ ৮১৫৭ ও পাইকারী নীল/ ৯৫।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার লোকমান আলীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টি দেখছেন বলে জানান।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments