September 19, 2024
সারাদেশ

প্রতিকুলতার মধ্যেও ১ লাখ ২৭ হাজার হেক্টর জমিতে আমন চারা রোপণ শুরু

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ চলতি রোপা আমন মৌসুমের শুরুতে গাইবান্ধার কৃষকরা আবহাওয়ার প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। চারা রোপণের বেশিরভাগ সময়ে খরার কবলে পড়েছে। মাঝে-মধ্যে পাচ্ছেন বৃষ্টির পানি। এমন প্রতিকুলতার মধ্যে দিয়েও প্রায় ১ লাখ ২৭ হাজার হেক্টর জমিতে আমন চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে চাষাবাদ শুরু করছে তারা।

শুক্রবার (১১ আগস্ট) গাইবান্ধার ৭ উপজেলার বিস্তৃর্ণ মাঠজুড়ে দেখা গেছে কৃষকদের রোপা আমন চারা রোপণের ব্যস্ততা। কেউ কেউ বৃষ্টির পানিতে আবার অনেকে মেশিনে সেচ দিয়ে কাদা মাটিতে রোপণ করছে স্বপ্নের চারা।  

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, গত আমন মৌসুমে ১ লাখ ২৯ হাজার ৬৯৯ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছিল। এ বছর ১ লাখ ২৭ হাজার ৪৬০ হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত অর্জিত হয়েছে প্রায় ৫০ ভাগ। অথচ গত বছরের এই সময়ে ৮৫ ভাগ অর্জন হয়েছিল। এবারে পানির অভাবে চরম ব্যাহত হচ্ছে আমন চাষাবাদ।

স্থানীয়রা জানায়, জীবন জীবিকার জন্য গাইবান্ধার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভশীল। এ জেলার শতকরা প্রায় ৭০ ভাগ জনসাধারণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি ফসল ঘরে তুলে তাদের মৌলিক চাহিদা পুরণে চেষ্টা করে।


এখানে ধান-পাট-ভূট্রা ও সবজিসহ বিভিন্ন ধরণের ফসল উৎপাদন হয়ে থাকে। এসবের মধ্যে সবচেয়ে লাভজনক ফসল হচ্ছে রোপা আমন ধান। তবে আমন চারা রোপণের সময় প্রত্যেক বছরে বন্যা দেখা দিলেও এ বছরে এখনও বন্যার প্রভাব পড়েনি। তাই সম্প্রতি উঁচু এলাকার কৃষকরা আমন ধান চারা রোপণ কাজ পুরোদমে শুরু করেছে। আর কিছুদিন পরই নিচু এলাকার কৃষকরাও রোপণ করবেন আমন চারা।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments