জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ২ মার্কিন কংগ্রেসম্যান

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান এড কেইস এবং রিচার্ড ম্যাকরমিক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রোববার (১৩ আগস্ট) দুপুরে এ বৈঠক শুরু হয়েছে।
এর আগে, এদিন সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দুই মার্কিন কংগ্রেসম্যান। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এরপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যান তারা।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিকেলে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে রাজনৈতিক নেতদের সঙ্গে চা-চক্রে মিলিত হবেন দুই মার্কিন কংগ্রেসম্যান। এ সময় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামের নেতারা উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছ।
এ ছাড়া সোমবার (১৪ আগস্ট) কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন এ দুই কংগ্রেসম্যান। সেখানে রোহিঙ্গাদের আর্থিক অবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
উল্লেখ্য, চারদিনের সফরে শনিবার (১২ আগস্ট) ঢাকায় আসেন তারা। সফর শেষে প্রতিনিধিদলটির আগামী ১৫ আগস্ট সকালে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments