সারাদেশ

ঝিনাইদহ সদরের ৭টি হাট রয়েছে রিটেন্ডারের অপেক্ষায়!

ঝিনাইদহ-
ঝিনাইদহ সদর উপজেলার ৭টি হাটের কোন ইজারামুল্য পরিশোধ করেনি ইজারাদার। ইউএনও অফিস থেকে বার বার তাগিদ দেওয়ার পরও ইজারা গ্রহীতারা নীরবতা পালন করছেন। ফলে ওই ৭টিসহ মোট ১৮টি হাট আবার রিটেন্ডাররের পক্রিয়া শুরু করেছে উপজেলার প্রশাসন। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার ৪৩ টি হাট-বাজারের ইজারা দেওয়ার জন্য দেড় মাস আগে বিজ্ঞপ্তি জারী করে ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসন। বিজ্ঞপ্তির পরে ৩২টি হাট-বাজারের টেন্ডার সিডিউল ড্রপ করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। কিন্তু আজ বৃহস্পতিবার থেকে নতুন বছরের শুরু হলেও ইজারা মূল্য পরিশোধ করতে পারেনি কয়েকটি হাটের ইজারাদার। এর মধ্যে রয়েছে কুমড়াবাড়িয়া হাট, বাজারগোপালপুর, নগর বাথান, ডুগডুগি, গোয়ালপাড়া, হাটগোপালপুর ও কাশিমপুর বাজারের ইজারাদারেরা নির্দিষ্ট সময়ের মধ্যে ইজারা মূল্য পরিশোধ করতে ব্যার্থ হয়। ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের অফিস সহকারী মীর জাহাঙ্গীর হোসেন জানান, কুমড়াবাড়িয়া হাট, বাজার গোপালপুর, নগর বাথান ও ডুগডুগি হাটের ইজারা মুল্য এখনো পরিশোধ করা হয়নি। গোয়ালপাড়া, কাশিমপুর ও হাটগোপালপুর হাটের কিছু পরিশোধ করলেও টাকা বাকী রয়েছৈ। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পরিষদের কর্মকর্তা জানিয়েছেন, এই ৭টিসহ মোট ১৮টি হাট আবার রিটেন্ডার হতে পারে। উপজেলা নির্বাহী অফিসারের নোটিশের ৭ দিনের মধ্যে সম্পুর্ণ টাকা পরিশোধ করার কথা বলা হলেও এরা ব্যর্থ হয়েছে। অনেক ইজারাদার রাজনৈতিক সুপারিশে বাড়তি সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments