September 19, 2024
সারাদেশ

পীরগঞ্জে জাতীয় শোক দিবস পালন

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী রংপুরের পীরগঞ্জ উপজলায় যথাযথ গুরুত্বের সাথে পালন করা হয়েছে।
এদিন পীরগঞ্জ উপজেলা পরিষদ জাতীয় কর্মসূচীর সাথে সংগতি রেখে কর্মসূচী গ্রহন করে। কর্মসূচীতে ছিল বঙ্গবন্ধুর ম্যুরালে সকাল ১০.৩০ ঘটিকার সময় পুস্পস্তবক অর্পন, দোওয়া, ১০.৪৫ ঘটিকার সময় বঙ্গবন্ধুর উপর বিশেষ প্রামান্য চিত্র প্রদর্শন, বেলা ১১ ঘটিকার সময় আলোচনা সভা।
এদিন উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসানের সভাপতিত্বে শোক দিবসের উপর বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, পীরগঞ্জ পৌরসভার মেয়র আবু ছালেহ মোঃ তাজিমুল ইমলাম, সহকারী কমিশনার (ভুমি) তকী ফয়সাল তালুকদার, বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা, বীর মুক্তিযোদ্ধা, মোঃ নুরুল হক, অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ ছাদেকুজ্জামান সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, পৌর আওয়ামীলীগের সম্পাদক আসিয়ার রহমান মাস্টার প্রমুখ।
বক্তাগণ বলেন ৯ মাস যুদ্ধ করে স্বাধীনতা লাভের পর সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে স্বপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। বক্তগণ নিঃসংশ এ হত্যাকান্ডের নিন্দা জানান, এবং খুনিদের ফাঁসি কার্যকর করার দাবী জানান। বক্তগণ বলেন দেশে  একাত্তরের পরাজিত শক্তি আজো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ব্যাপারে সরকারেকে সর্তক থাকতে হবে।
বক্তগণ শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে এবং এই কর্মযোজ্ঞ অব্যাহত রাখতে সরকারের পাশে থাকার অঙ্গিকার ব্যক্তি করেন।  বক্তগণ প্রজন্মকে দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নেয়ার দাবী জানান।পরে উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments