September 08, 2024
সারাদেশ

রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে ৩২ টি নিষিদ্ধ চায়না দুয়ারী মাছ ধরার জাল জব্দ করে ধ্বংস

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (১৫ আগষ্ট) দুপুরে ভ্রম্যমাণ আদালতে ৩২ টি নিষিদ্ধ চায়না দুয়ারী মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিসট্রেট ইন্দ্রজিত সহা।এ সময় থানা পুলিশ ও সংশিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য তুলারাম উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিসট্রেট ইন্দ্রজিত সহা জানান- ঘটনার দিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাংবাড়ী কুমারপাড়া বিলে মাছ ধরার জন্য ওই এলাকার লোকজন দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই বিল থেকে নিষিদ্ধ জাল গুলোকে উদ্ধার করা হয়।

এ সময় টের পেয়ে জাল মালিকেরা পালিয়ে যায়।পরে জব্দকৃত জালগুলো মৎষ্য সংরক্ষণ আইন ১৯৫০অনুযায়ী থানা পুলিশ ও ইউপি সদস্যের উপস্থিতিতে ঘটনাস্থলে ধ্বংস করে ফেলা হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments