September 19, 2024
সারাদেশ

পীরগঞ্জে বজ্রকথার ৩০ বছর পদাপর্ণ উপলক্ষ্যে প্রস্তুতি সভা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: পীরগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক বজ্রকথা পত্রিকা আগামী ৭ সেপ্টেম্বর ৩০ বছর পদাপর্ণ উপলক্ষ্যে বুধবার দুপুরে ডিএসসি কো-অপারেটিভ সোসাইটির প্রধান কার্যালয় -এর হল রুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এফসাকলের সভাপতি ও পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বজ্রকথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, উপদেষ্টা মন্ডলীর সদস্য আমিনুর রহমান খোকন, আফছার আলী মাষ্টার,আব্দুল ওয়াহেদ মাষ্টার, উপজেলা বাশিস শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলু, বালুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম, চেতনাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান, ভীমশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল্লাহীল গালিব,সরকারি শাহ আব্দুর রউফ কলেজের প্রভাষক নজরুল ইসলাম, আবিদা সুলতানা সাগরিকা, দৈনিক আলোর সংবাদ ডট কমের প্রকাশক ও সম্পাদক আব্দুল করিম সরকার। বাংলাদেশ প্রেসক্লাবপীরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব সৈয়দ রায়হান বিপ্লব,বিকেটিভির প্রধান সমন্বয়কারী ও জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম আশরাফুল ইসলাম রাঙ্গা, সংগীতশিল্পী খুরশিদ আলম, উপজেলার খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি লিটন মার্ক লার্কা, সম্প্রতিরউঠানএর সভাপতি তরণী কান্ত মন্ডল,সহ-সভাপতি বিনয় চন্দ্র বর্মন, বিকেটিভির ধর্মীয় আলোচক হাফেজ আব্দুল আলমা সউদ, বজ্রকথার সদস্য তৌহিদা খাতুন, মাধবী রাণী দাস, শেফালী রাণী, সাজেদুল ইসলাম মুকুল, তৌহিদুল ইসলাম মারজু, গোলাম রব্বানী তালুকদার, ক্যামেরাম্যান মুন্না প্রমুখ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments