অপরাধ
মোটরসাইকেলের টাংকির ভেতর গাঁজা, কারবারি গ্রেফতার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ ছাদেকুল ইসলাম রুবেল গাইবান্ধাঃ গাইবান্ধা সদর উপজেলায় মোটরসাইকেলের টাংকির ভেতর থেকে ৫ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এসময় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।
গ্রেফতার আশরাফুল ইসলাম রংপুরের কোতয়ালী থানাধীন নিউ জুম্মাপড়া এলাকার সহিদার রহমানের ছেলে। ওসি মাসুদ রানা বলেন, গোপন সংবাদের বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কুপতলা নাখরাজ গ্রামের আব্দুল কাদেরের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করে টাংকির ভেতর থেকে ৫ কেজি শুকনো গাঁজা জব্দসহ আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
Comments