September 19, 2024
রাজনীতি

পরিচ্ছন্নতা কর্মীদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলা

বাজারদরের সাথে সংগতি রেখে বেতন বাড়ানোসহ ১১ দফা দাবিতে রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের নির্দেশে হামলা ঘটনায় হাত পা ভাংগা,মাথা ফাটাসহ গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে।কিন্তু ওষুধ কেনারও সামর্থ্য নেই এই গরীব পরিচ্ছন্নতা কর্মীদের।আরও শোনা যায় সংগঠনের নেতৃবৃন্দের বাড়িতে গভীর রাতে হামলা ভাংচুর চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলার সমন্বয়ক,বাসদ রংপুর জেলার আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস,বাসদ(মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু এবং সিপিবি রংপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক কমরেড কাফি সরকার।এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,মিছিল মিটিং, সভা সমাবেশ করা প্রত্যেকটা নাগরিকের গণতান্ত্রিক অধিকার।বেতন বাড়ানোর ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করার অপরাধে পুলিশের উপস্থিতিতে এই হামলা অত্যন্ত ন্যাক্কারজনক।অবিলম্বে এই হামলায় জড়িতদের বিচার, এবং বাজারদরের সাথে সংগতি রেখে বেতন বাড়ানোসহ পরিচ্ছন্নতা কর্মীদের ১১দফা অবিলম্বে বাস্তবায়ন এবং আহতদের চিকিৎসা খরচ, ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানান নেতৃবৃন্দ।
 বার্তাপ্রেরক আহসানুল আরেফিন তিতু

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments