সারাদেশ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ঝিনাইদহে বাংলা নববর্ষ পালিত

ঝিনাইদহ-
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ঝিনাইদহে বাংলা নববর্ষ পালিত হচ্ছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেরনা-৭১ চত্বর ঘুরে আবার ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ গিয়ে শেষ হয়।. সেখানে পান্তা পরিবেশন এবং ঐতিহ্যবাহী লাঠি খেলা করা হয়। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচি পালন করা হয়েছে। কর্মসুচির মধ্যে আছে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জেলা শিশু একাডেমি মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, লোকনৃত্য প্রতিযোগিতা, লোক সংগীত, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।. ঝিনাইদহ পুরাতন ডিসি অফিস চত্বরে ১৫দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments