সারাদেশ
পীরগঞ্জে “জাগো বাহে ২৪.কম” এর ৭ম বর্ষে পদার্পণ উদযাপন
সরকার বেলায়েতঃ “সত্য ন্যায়ের উদ্ভব, বিকাশ, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের দায়বদ্ধতায়” রংপুর পীরগঞ্জ থেকে প্রকাশিত “জাগো বাহে ডট চব্বিশ ডট কম” ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল শনিবার ১৬ এপ্রিল দিনভর নানা কর্মসুচি পালিত হয়েছে। তবে পবিত্র রমজান উপলক্ষে অনুষ্ঠানমালা কিছুটা সংক্ষিপ্ত করা হয়। পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজ হলরুমে ইফতার মাহফিলম বিশেষ মোনাজাত শেষে পত্রিকা কার্যালয়ে কেক কেটে ৭ম বর্ষে পদার্পণ উদযাপন করল “জাগো বাহে ২৪.কম”। অতিথিবৃন্দ পত্রিকাটির সাফল্য কামনা করে পূর্বের ন্যায় বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন ও পীরগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান করেন।
উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) অবসরপ্রাপ্ত অধ্যাপক নুরুল আমিন রাজা, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাংগাঠনিক সম্পাদক শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি মীর মোহাম্মদ মানিক, রংপুর আঞ্চলের প্রথম সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা, বিশিষ্ট আইনজীবি এডভোকেট কাজী লুমুম্বা লুমু, এডভোকেট আবু সুফিয়ান হিরু, বাশিস উপজেলা শাখার সম্পাদক আবু আজাদ বাবলু, পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরী কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, উপজেলা আমওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহজাহান আলী প্রধান, কুমেদপুর ইউপি চেয়ারম্যান সাংবাদিক আমিনুল ইসলাম, বড় আলমপুর নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম, প্রেসক্লাব সভাপতি প্রভাষক কামরুল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিলন, পৌর আওয়ামীলীগ সভাপতি প্রভাষক হাইফুজ্জামান ফুল,সাধারণ সম্পাদক আসিয়ার রহমান মাস্টার,যুগ্ম সাধারন সম্পাদক নজরুল সর্দার,সাংবাদিক বেলায়েত হোসেন, সাংবাদিক রেজাউল করিম,পৌর কাউন্সিলর মশিউর রহমান পারভেজ, রাসেল প্রধান, সাইফুল আযাদসহ উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, শিক্ষক,রাজনৈতিক ব্যক্তিবর্গ, পত্রিকা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Comments