December 06, 2023
সারাদেশ

পলাশবাড়ীতে সংর্ঘষে নিহত এক আহত ৫ আটক ৪

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
গাইবান্ধায় পলাশবাড়ীতে প্রতিপক্ষের হামলায় ১ ব্যক্তি নিহত হয়েছেন। হামলার ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়।বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে।জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে পলাশবাড়ী পৌরসভার ব্র্যাক মোড় এলাকায় জমি নিয়ে হামলার ঘটনা এসময় আব্দুল মোত্তালিব (৫০) নিহত হন।

নিহত আব্দুল মোত্তালিব পৌরসভার মহেশপুর গ্রামের আনোয়ার আলী মুন্সির ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুল মোত্তালিবের সঙ্গে তার প্রতিবেশী আব্দুল মান্নানের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে আব্দুল মোত্তালিবের সঙ্গে আব্দুল মান্নানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আব্দুল মোত্তালিবকে বেধড়ক মারধর করেন মান্নান ও তার লোকজন। এতে ঘটনাস্থলেই মারা যান মোত্তালিব।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আব্দুল মোত্তালিব নিহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments