সারাদেশ
পীরগঞ্জে কর্মরত সাংবাদিকদের বিশেষ সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে কর্মরত সাংবাদিকদের ইফতার ও বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার পীরগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক বজ্রকথা কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে ইফতার ও আলোচনা সভায় বজ্রকথার সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা’র সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুল করিম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সর্দার আলহাজ্ব নুরন্নবী রবু, সাংবাদিক বেলায়েত হোসেন সরকার, সর্দার নজরুল ইসলাম, সৈয়দ রায়হান বিপ্লব, এমদাদুল হক, মোস্তফা মিয়া, আরিফুল ইসলাম সহ আরও অনেকে। সভায় স্থানীয় ও আঞ্চলিক নানা সংকট ও স্থানীয় ও জাতীয় পরিবেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Comments