September 19, 2024
সারাদেশ

গোবিন্দগঞ্জে ৫ মেধাবী শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রশাসন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ এবারে ৪১তম বিসিএস-এ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে ৫ মেধাবী শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। কৃষি ও শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয় তারা। তাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রশাসন।বুধবার (২৩ আগস্ট) গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সুপারিশপ্রাপ্তরা হলেন- গোবিন্দগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নাজিম উদ্দিনের ছেলে নাহিদ হাসান (বাংলাদেশ সিভিল সার্ভিস কৃষি), পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোকছেদ আলীর ছেলে মেহেদি হাসান জনি (বাংলাদেশ সিভিল সার্ভিস কৃষি), পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পান্থাপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে এসএম রোকন-উদ-দৌলা (বাংলাদেশ সিভিল সার্ভিস শিক্ষা; উদ্ভিদ বিদ্যা), পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মধ্যপাড়ার স্বর্গীয় প্রদীপ কুমারের ছেলে প্রশান্ত কুমার (বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন) ও শাখাহার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জিরাই গ্রামের কাজল বাবুর ছেলে সোহাগ বাবু (বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন)।এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন বলেন, (৩ আগস্ট) ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফল অনুযায়ী গোবিন্দগঞ্জ উপজেলার ওই শিক্ষার্থীরা সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments