সারাদেশ

পীরগঞ্জে ঈদ-উল ফিতর উপলক্ষে ৪’শ ১২ টন ভিজিএফ’র চাল পাবে ৪১ হাজার পরিবার



পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার দুস্থ ও অতিদরিদ্র পরিবারের জন্য পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় ৪’শ ১২ মে. টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪১ হাজার ২’শ ১৩টি পরিবারে মাঝে পরিবার প্রতি ১০ কেজি হারে চাল বিতরন করা হবে। উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থপনা কার্যালয় সূত্রে জানা গেছে- উপজেলার চৈত্রকোল ইউনিয়নের ২ হাজার ৩’শ ২৮ জন সুবিধা ভোগির জন্য ২৩ টন ২’শ ৮০ কেজি, ভেন্ডাবাড়ী ইউনিয়নের ২ হাজার ১’শ ১০ জন সুবিধা ভোগির জন্য ২১ টন ১’শ কেজি, বড়দরগাহ্ ইউনিয়নের ২ হাজার ৮’শ ৯ জন কার্ডধারীর জন্য ২৮টন ৯০ কেজি, কুমেদপুর ইউনিয়নের ২ হাজার ২’শ ২৮ জন সুফল ভোগির জন্য ২২ টন ৮’শ কেজি, মদনখালী ইউনিয়নের ২ হাজার ৪’শ ২৭ জন কার্ডধারী সুবিধা ভোগির জন্য ২৪ টন ২’শ ৭০ কেজি, টুকুরিয়া ইউনিয়নের ২ হাজার ৭৭জন সুফল ভোগির জন্য ২০ টন ৭’শ ৭০ কেজি, বড়আলমপুর ইউনিয়নের ২ হাজার ১’শ ৫৭ জন সুবিধা ভোগির জন্য ২১ টন ৫’শ ৭০ কেজি, রায়পুর ইউনিয়নের ১ হাজার ৯’শ ৮৩ জন সুবিধা ভোগির জন্য ১৯ টন ৮’শ ৩০ কেজি, পীরগঞ্জ সদর ইউনিয়নের ২ হাজার ২’শ ৪০ জন সুবিধা ভোগির জন্য ২২ টন ৪’শ কেজি, শানেরহাট ইউনিয়নের ২ হাজার ৫’শ ৩৪ জন অস্বচ্ছল সুবিধা ভোগির জন্য ২৫ টন ৩’শ ৪০ কেজি, পাঁচগাছী ইউনিয়নের ২ হাজার ৫’শ ৪০ জন দরিদ্র সুবিধা ভোগির জন্য ২৫ টন ৪’শ কেজি, মিঠিপুর ইউপির ৩ হাজার ৬৫ জন সুফল ভোগির জন্য ৩০ টন ৬’শ ৫০ কেজি, রামনাথপুর ইউপির ৩ হাজার ৪’শ ৭৫ জন সুবিধা ভোগির জন্য ৩৪ টন ৭’শ ৫০ কেজি, চতরা ইউনিয়নের ২ হাজার ৮’শ ৫৮ জন কার্ডধারীর জন্য ২৮ টন ৫’শ ৮০ কেজি, কাবিলপুর ইউপির ৩ হাজার ২’শ ৪১ জনের জন্য ৩২ টন ৪’শ ১০ কেজি ও পীরগঞ্জ পৌরসভার ৩ হাজার ৮১ জন কার্ডধারীর জন্য ৩০ টন ৮’শ ১০ কেজিসহ মোট ৪১ হাজার ২’শ ১৩ জন দুস্থ অসহায় অতিদরিদ্র পরিবারের জন্য ৪’শ ১২ টন ১’শ ৩০ কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে। শানেরহাট ইউপি চেয়ারম্যান মেছবাহুর রহমান জানান, আমার ইউনিয়নে প্রায় আড়াই হাজার পরিবারকে সরকারের দেয়া ভিজিএফ’র চাল পাবে। স্বচ্ছতার ভিত্তিতে তালিকা করার জন্য সংশ্লিষ্ট ইউপি সদস্যগণকে নির্দেশ দিয়েছি। উপজেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা মিজানুর রহমান জানান- উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ভিজিএফ এর চাল সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের অনুকুলে ছাড় করে সংশ্লিষ্ট ইউনিয়ন রিলিফ কর্মকর্তাদের উপস্থিতিতে সুবিধা ভোগিদের মাঝে বিতরন করা হবে। তা অবশ্যই ঈদুল-ফিতরের পূর্বেই বিতরন শেষ করতে হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় বলেন- এবার ঈদে উপজেলার ৪১ হাজার পরিবারের মাঝে ভিজিএফ এর মাধ্যমে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদেরকে সুষ্ঠ ভাবে স্বচ্ছতার ভিত্তিতে তালিকা প্রনয়ণ পূর্বক চাল বিতরন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। কোন অনিয়ম হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।  

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments