September 16, 2024
সারাদেশ

পীরগঞ্জে ১২টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা প্রায় ২ মাস যাবত ইটের প্রাচীর দিয়ে অবরুদ্ধ!

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে চতরা ইউনিয়নের সোনাতলা গোবিন্দপাড়া গ্রামের ১২টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা ইটের প্রাচীর দিয়ে প্রায় ২ মাস হল অবরুদ্ধ করে রেখেছে প্রতিপক্ষরা। সরে জমিনে গিয়ে দেখা গেছে, ওই গ্রামের মৃত: আ: জোব্বারের পুত্র রফিকুল ইসলামের সাথে পাশের বাড়ী মৃত: লাল মিয়া শেখের পুত্র আবু হোসেন আকাশ ও নওশাদ আলীগংদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ভাবে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনার জেরে গত জুলাই মাসে আবু হোসেন আকাশ গায়ের জোরে ৬০ বছর ধরে যাতায়াতের একমাত্র রাস্তা ইটের প্রাচীর দিয়ে বন্ধ করে দিয়েছেন। ১২টি পরিবার দীর্ঘ দিন থেকে যাতায়াতের রাস্তা না থাকায় অন্য জনের বাড়ীর পিছন দিয়ে যাতায়াত করে থাকেন তারা। অতিকষ্টে যাতায়াত করলেও গরু ছাগল নিয়ে বের হওয়ার কোন উপায় নেই তাদের।অসহায় পরিবার গুলো বর্ষায় অবরুদ্ধ অবস্থায় আছে। ভুক্তভোগী রফিকুল ইসলাম শেখ বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দিয়ে কোন প্রতিকার পায়নি।এদিকে স্থানীয় চেয়ারম্যানের স্মরনাপন্ন হলেও চেয়ারম্যানের পরামর্শে বিষয়টি মিমাংসার জন্য সরে জমিনে তদন্ত পূর্বক চেয়ারম্যান ও ওয়ার্ড ইউপি সদস্য গন্যমান্য ব্যক্তিবর্গ দফায় দফায় বৈঠক করেন। কিন্তু তাদের কথায় কোন তোয়াক্কা না করে তিনি প্রাচীর নির্মাণ করেছেন। এ ব্যাপারে চতরা ইউপি চেয়ারম্যানএনামুল হক শাহিন জানান, দীর্ঘদিন ধরে উক্ত রাস্তা দিয়ে পরিবার গুলো যাতায়াত করে থাকে। কিন্তু বিষয়টি নিয়ে কয়েকবার বৈঠক করা হলেও কোন ফলাফল আসেনি। এ বিষয়ে আবারও গত ২০ আগষ্ট রংপুর জেলা প্রশাসক মহোদয়ের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। অভিযুক্ত আবু হোসেন বলেন এটি আমাদের পারিবারিক রাস্তা ছিল তবে আমার জায়গা হওয়ায় তা প্রাচীর দিয়ে বন্ধ করে দিয়েছি।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments