সারাদেশ

বীরগঞ্জ উপজেলায় বহুক্ষেত্রীয় নীতির মাধ্যমে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রনের জন্য প্রশিক্ষণ

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা অফিসার্স ক্লাবের সভা কক্ষে ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বীরগঞ্জের সমগ্র সরকার এবং সমগ্র সমাজের অংশগ্রহনে বহুক্ষেত্রীয় নীতির মাধ্যমে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২৯ আগষ্ট মঙ্গলবার সকাল ৯ টায় প্রশিক্ষণ শুরুতে প্রশিক্ষণে উদ্বোধনী বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম । স¦াগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী।
প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ করান ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ ব্র্যাক বিশ্ববিদ্যালয় এর ডেপুটি রিসার্চ কো-অডিনেটর ডাঃ আলী আহসান ও মেডিক্যাল অফিসার ডাঃ তন্ময় সরকার, এ সময় বিভিন্ন অধিদপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক , এনজিও প্রতিনিধির প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে অসংক্রামক রোগের ঝুকি, রোগ হলে রোগীর যতœ, করণীয়, প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র নিয়ে আলোচনা করা হয়। এ সময় ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রোজেক্ট অফিসার আবুল কালাম আজাদ, রিসার্স এ্যাসিসটেন্স শারমিন আক্তার শাপলা, জুনিয়র ষ্ট্যাতিস্টিয়ান তারেক রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments