September 08, 2024
সারাদেশ

স্মরণে শপথে ১৫ আগস্ট শীর্ষক আলোচনা সভা ও দোয়া- মাহফিল অনুষ্ঠিত

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী, জাতীয় শোক দিবস এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে, সাবেক হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলহাজ মোঃ কফিল উদ্দিন ( মেম্বর ) এর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা মোস্তফা মাতাব্বরের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (২৯শে আগস্ট) দুপুর দুইটায় রাজধানীর তুরাগের নলভোগ ঈদগা মাঠ প্রাঙ্গণে, ‘স্মরণে শপথে ১৫ আগস্ট’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ঢাকা- ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ হাবিব হাসান । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তুরাগ থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ডের কাউন্সিলর বীর- মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ নাসির উদ্দিন, তুরাগ থানা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি নূর ইসলাম মোল্লা ( সুরুজ), তুরাগ থানা আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হাজী নুর হোসেন, তুরাগ থানা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আবুল হোসেন প্রধান, ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর কমলা রানি মুক্তা, তুরাগ থানা যুবলীগের আহ্বায়ক নিত্য চন্দ্র ঘোষ, তুরাগ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক, তুরাগ থানা কৃষক লীগের সভাপতি এস এম রিপন, তুরাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহি, আওয়ামীলীগ নেতা মোঃ তাজুল ইসলাম মোল্লাহ, ৫৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ তৈয়্যবুর রহমান, মোঃ বিল্লাল সরকার, মোঃ শফিকুল ইসলামসহ আওয়ামী ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ । অনুষ্ঠানটি পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা মোঃ আবুল হোসেন সাবেক মেম্বর । এসময় প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ মোহাম্মদ হাবিব হাসান এম পি বলেন- বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের স্বার্থে কাজ করতে হবে । বাংলার মানুষের মুক্তিই ছিলো জাতির জনক বঙ্গবন্ধুর জীবনের মূল লক্ষ্য ও আদর্শ । তাঁর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে পারলে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে । তিনি আরও বলেন, আমাদের জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে আমাদের মহা নায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । বঙ্গবন্ধু চিরকাল বাঙ্গালী জাতির মাঝে বেঁচে থাকবেন । তাই জাতির জনকের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে । ১৫ই আগস্ট- আমাদের জাতির জনককে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে- যে নৃশংসতার কোনো তুলনা নেই । বাঙালি জাতির জন্য আগস্ট মাস একটি শোকাবহ মাস । ২০০৪ সালের এই আগস্ট মাসের ২১ তারিখে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয় । এতে দলের নেতা–কর্মীসহ ২৪ জন শহিদ হন । আহত হন জননেত্রী শেখ হাসিনাসহ দলের কয়েক শ নেতা–কর্মী । ‘‘রক্তাক্ত ২১ শে আগষ্ট সকল বীর শহীদদের জানাই বিনম্র শ্রদ্বাঞ্জলী । আল্লাহর দরবারে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করছি । এসময় উপস্থিত প্রায় পাঁচ হাজার লোকের মধ্যাহ্নভোজের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি সমাপ্ত হয় ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments