September 19, 2024
সারাদেশ

খানসামায় সুদমুক্ত সমাজ গড়তে সংস্থা এস.সি.ডি.এফ এর সাথে পল্লী ইসলামী সংস্থার সমঝোতা স্বাক্ষর

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় উদ্যোক্তা সৃষ্টি করে বেকারত্বের মুক্তি চেতনা সামনে রেখে সমাজে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে শোষণ ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে সুদমুক্ত সমাজ গড়তে বেসরকারী সংস্থা সোসাল এন্ড কালচারাল ডেভলমেন্ট ফাউন্ডেশন (এস.সি.ডি.এফ) এর সাথে পল্লী ইসলামী সংস্থার সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যার পর উপজেলার হোসেনপুরে অবস্থিত পল্লী ইসলামী সংস্থার কার্যালয়ে "আসুন সবাই মিলে নিয়ত করি সুদমুক্ত সমাজ গড়ি" শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে এস.সি.ডি.এফ এবং পল্লী ইসলামী সংস্থার যৌথ উদ্যোগে পথ শিশু ও কর্মজীবী কিশোর কিশোরীদের ব্যাংক একাউন্ট খোলা ও তাদের দক্ষতা বৃদ্ধির মধ্য দিয়ে উৎপাদনমূখী করা, কষ্টার্জিত অর্থের অপচয় রোধ ও পথভ্রষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার লক্ষ্যে এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এছাড়াও সংস্থা দুটি দিনাজপুর জেলাসহ কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার প্রান্তিক পর্যায়ে বাস্তবায়নে কাজ করবে।

এসময় উপস্থিত ছিলেন পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজি এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ লিয়ন চৌধুরী, পল্লী ইসলামী সংস্থার চেয়ারম্যান মোনাজাত হোসেন চৌধুরী, এস.সি.ডি.এফ এর প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক রনজিৎ কুমার রায়, পরিচালক (প্রশাসন ও যোগাযোগ) আজমল ইসলাম চৌধুরী প্রমুখ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments