September 08, 2024
জাতীয়

ফের বন্ধ হলো বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন

আল মামুন মিলন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনির বর্তমান ফেজের কয়লার মজুত শেষ হওয়ায় আজ বুধবার(৩০ আগষ্ট থেকে) ফের বন্ধ হচ্ছে কয়লা উত্তোলন। নতুন ফেজ থেকে কয়লা উত্তোলনের জন্য যন্ত্রপাতি স্থানান্তর ও নতুন ফেজ চালু করতে সময় লাগবে প্রায় দুই মাস। ফলে খনিতে দুই মাস বন্ধ থাকবে কয়লা উত্তোলন। এসব কাটিয়ে চলতি বছরের অক্টোবরের শেষে কয়লা উত্তোলন পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন খনি শংশ্লিষ্টরা।
এর আগে কয়লা খনির ১১১৩ ফেজ থেকে ৩ লাখ ৭৫ হাজার মেট্রিক টন উত্তোলিত কয়লা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য সরবরাহ করা হয়। নতুন ফেজ চালু হলে সেখান থেকে ২ লাখ ১০ হাজার মেট্রিক টন কয়লা পাওয়া যাবে বলে খনি কর্তৃপক্ষের ধারনা। বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্রের ইয়ার্ডে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে। যা দিয়ে দুই মাস বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট সচল রাখা সম্ভব।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments