September 20, 2024
সারাদেশ

রংপুরে বিভিন্ন স্থানে রুমি দিবস পালিত

আজ ৩০ আগষ্ট শহীদ রুমি দিবস। এ উপলক্ষে শিশু কিশোর মেলা, ড.আম্বেদকর পাঠাগার এবং বীরকন্যা প্রীতিলতা পাঠাগারের উদ্যোগে শহীদ রুমির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, তার সংগ্রামী জীবন শিশু কিশোর,যুবকদের সামনে তুলে ধরার জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসব আয়োজনের উদ্যোক্তা শিশু কিশোের মেলা ও পাঠাগারের সংগঠক সাজু বাসফোর, জয় বাসফোর,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রীতিলতা পাঠাগারের সদস্য আশা রানী,প্রণয় মহন্ত,সাদিয়া সুলতানা,রাজু বাসফোর প্রমূখ। সংগঠকরা বলেন আজকের দিনে যুবক তরুণরা আত্মকেন্দ্রিক,ভোগবাদী জীবনের আকর্ষণের স্রোতে গা ভাসিয়ে চলেছে।কিন্তু শহীদ রুমি নিজের উজ্জ্বল কেরিয়ার ছেড়ে দেশ মাতৃকার মুক্তির জন্য জীবন দিয়েছে।এটাই সত্যিকারের যৌবন।আজকের দিনে এই সংগ্রামী জীবন থেকে প্রত্যেক তরুণ যুবককে শিক্ষা নিতে হবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments