September 16, 2024
সারাদেশ

পীরগঞ্জে আনসার ভিডিপি ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপ্তি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে আনসার ও ভিডিপি অস্ত্র বিহীন ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ প্রথম ধাপ (পুরুষ ও মহিলা) অংশ গ্রহণ করেন। বৃহস্পতিবার সকালে ৬৪ জনের প্রশিক্ষণ উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় । জানা গেছে, গত ২০ আগস্ট ওই প্রশিক্ষণ উদ্ভোধন হয়ে ৩১ আগস্ট সমাপ্ত হয়। সমাপনী অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খাদিজা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম , ভেন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান ছাদেকুল ইসলাম মন্ডল প্রমুখ । সমাপনী অনুষ্ঠানের বক্তারা প্রশিক্ষণার্থীদের বলেন, উক্ত প্রশিক্ষণ গ্রহণ করে এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিজেদের জীবন মান উন্নয়নে শিক্ষা লাভ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ মাদক ও বাল্য বিবাহ বন্ধ করতে সহায়তা এবং আনসার ও ভিডিপি সদস্য ও জনগণের সাথে সু-সম্পর্ক রাখার পরামর্শ দেন। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments