September 19, 2024
সারাদেশ

রংপুর জেলা প্রশাসকের আচরণের প্রেক্ষিতে ভূমিহীন সংগঠনের সংবাদ সম্মেলন।

গতকাল ১সেপ্টেম্বর ২০২৩ ভূমিহীনদের সাথে জেলা প্রশাসকের অশোভন আচরণের প্রতিবাদে ভূমিহীন ও গৃহহীন সংগঠন রংপুর জেলার পক্ষ থেকে দুপুর ১২টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূমিহীন সংগঠনের প্রধান সংগঠক আনোয়ার হোসেন বাবলু। এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সংগঠক আহসানুল আরেফিন তিতু, সদস্য লাভলি বেগম, হযরত আলী,সরিতন্নেছা,আনোয়ারুলসহ আরো অনেকে।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন,সংগঠনের উদ্যোগে ভূমিহীনদের পুনর্বাসনসহ তিন দফা দাবিতে আমরা নিয়মতান্ত্রিকভাবে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি।আমাদের দাবির যৌক্তিকতা বিবেচনায় নিয়ে পূর্বের দুইজন জেলা প্রশাসক খুবই আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।আমরা একই দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়েও ভূমিহীনদের তালিকাসহ স্মারকলিপি দিয়েছি।এছাড়া পূর্বের জেলা প্রশাসক আমাদের জানিয়েছিলেন তিনি রংপুর শহরের ভূমিহীনদের জন্য ৬ একর জমির উপর আবাসনের প্রস্তাব ঢাকায় পাঠিয়েছেন।তাছাড়া গত ২ আগষ্ট জেলা স্কুলের মাঠে প্রধানমন্ত্রীর জনসভার ঘোষণায় সকল ভূমিহীন আশান্বিত হয়েছিলো। এসমস্ত বিষয় সম্পর্কে সর্বশেষ পরিস্থিতি জানার জন্য ভূমিহীনরা গত ৩১ আগষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে মিছিল করে যায়।অতীতে সকল জেলা প্রশাসক অফিস থেকে নেমে ভূমিহীনদের সাথে কথা বলেছেন বা তার প্রতিনিধি পাঠিয়েছেন।কিন্তু ৩১ আগষ্ট আমরা প্রায় হাজার খানেক ভূমিহীন দীর্ঘ এক ঘন্টা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করলেও বর্তমান জেলা প্রশাসক বা তার কোন প্রতিনিধি ভূমিহীনদের সাথে দেখা করতে আসেননি এবং শেষে সমাবেশের পাশ দিয়ে হেঁটে গেলেও তিনি ভূমিহীনদের সাথে কথা বলেননি।আমরা এ ঘটনার নিন্দা জানাই। জেলা প্রশাসক প্রজাতন্ত্রের কর্মচারী অথচ জনগণের সাথে কথা বলার তার সময় নেই।ভবিষ্যতে বিষয়টি তিনি খেয়াল করবেন এই আহ্বান আমরা জানাই।সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ আরও বলেন ভূমিহীনদের পুনর্বাসনসহ তিন দফা দাবিতে আগামী ১ অক্টোবর হাজার হাজার ভূমিহীনদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বার্তাপ্রেরক আহসানুল আরেফিন তিতু ০১৭৩৪১৮০৬৩৫

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments