জাতীয়

সংসদের ২৪তম অধিবেশন শুরু চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত

সংসদের ২৪তম অধিবেশন শুরু হয়েছে, যা চলবে চলতি মাসের ১৩ তারিখ পর্যন্ত। রোববার (৩ সেপ্টেম্বর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় সংসদ অধিবেশন শুরু হয়।

এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশনের মেয়াদকালসহ কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হয়। এ অধিবেশন আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়েছে। অবশ্য স্পিকার চাইলে এই মেয়াদ বাড়াতে-কমাতে পারবেন।

সংসদের বৈঠকের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন। সভাপতিমণ্ডলীর মনোনীত সদস্যরা হলেন- দীপঙ্কর তালুকদার, ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম, মোরশেদ আলম, আনিসুল ইসলাম মাহমুদ ও আদিবা আনজুম মিতা। স্পিকার ডেপুটি স্পিকারের অনুপস্থিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা অগ্রবর্তিতার ভিত্তিতে সংসদের বৈঠক পরিচালনা করবেন।

সভাপতিমণ্ডলী মনোনয়নের পর স্পিকার সংসদে শোকপ্রস্তাব উত্থাপন করেন। পরে শোকপ্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments