সারাদেশ
পীরগঞ্জে বজ্রকথা পত্রিকার ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডিএসসি বিজনেস কোম্পানী লিঃ-এর হলরুমে বজ্রকথা পত্রিকার আয়োজনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাশিস পীরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলুর সঞ্চালনায় ও বজ্রকথার উপদেষ্টা মন্ডলীর সভাপতি এ জে এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বজ্রকথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা, সাংবাদিক আব্দুল করিম সরকার, আফসার আলী, সাংবাদিক শাহ্ মোঃ রেজাউল করিম, সাজেদুল ইসলাম মুকুল, এজিএম ফরহাদ হোসেন, প্রভাষক নজরুল ইসলাম তুহিন প্রমুখ। বজ্রকথার উপদেষ্টা মন্ডলীর সদস্য, বালুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃওয়াহেদ মাষ্টার চেতনাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান, জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবি আশরাফুল ইসলাম রাঙ্গা, এ সময় সাংবাদিক বেলায়েত হোসেন সরকার, মোস্তফা জামান, তারিকুল ইসলাম, ক্যামেরাম্যান মুন্নাসহ স্থানীয় সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দেশ ও জাতি গঠনে সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার অবদান তুলে ধরে পত্রিকাটির সাফল্য কামনা করেন। উল্লেখ্য বিকে টিভি এন্টারটেইনমেন্টর ৩ বছর পদার্পণে বর্ষপূর্তি পালন করা হয়।
Comments