সারাদেশ

ফুলবাড়ীর পল্লীতে গার্মেন্টস কর্মীর মায়ের জায়গা প্রতিপক্ষের দখলের চেষ্টা॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীর উপজেলার বেতদিঘী ইউপির শাহাপুর গ্রামে নদীভাঙ্গন এলাকা থেকে উঠে আসা গার্মেন্টস কর্মী মোঃ রোকন এর মা মোছাঃ সুফিয়া খাতুন (৬০) এর জায়গা একই গ্রামের প্রতিপক্ষ মোঃ বাবুল (৫৬) দখলের চেষ্টা করছে। ফুলবাড়ী উপজেলার শাহাপুর গ্রামের শফিকুল ইসলাম এর স্ত্রী মোছাঃ সুফিয়া খাতুন (৬০) এর অভিযোগে জানা যায়, শাহাপুর গ্রামে মৃত ময়েজ উদ্দীন এর পুত্র মোঃ বাবুল এর বিরুদ্ধে দিনাজপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে জমি জমা সংক্রান্ত ০৭ জনকে আসামী করে মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১৩৭সি/২০২১। এছাড়াও সহকারী জজ আদালতে ০৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন। যাহার মামলা নং-২৯২/২১অন্য। মামলা ২টি বর্তমান চলমান রয়েছে। উল্লেখ্য যে, অসহায় নিরীহ সুফিয়া খাতুন কুড়িগ্রাম জেলার রাজিপুর উপজেলার নয়ার চর পূর্বপাড়ায় পরিবার পরিজন নিয়ে অবস্থান করতেন। কিন্তু কালের আবর্তে ব্রহ্মপুত্র নদীতে বিলুপ্ত হয়ে যায় সুফিয়া খাতুন এর বসতবাড়ী। ২০০১ইং সালে সুফিয়া খাতুন ফুলবাড়ী উপজেলা বেতদিঘী ইউপির শাহাপুর গ্রামে এসে ১০শতক জায়গা আব্দুল সামাদের নিকট থেকে ক্রয় করে বসবাস করছেন। ইতি মধ্যে স্থানীয় কতিপয় ব্যক্তি ও মোঃ বাবুল তার জায়গাটুকু গ্রাস করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সুফিয়া খাতুন বাদী হয়ে মারপিট সহ এবং জমি দখলের চেষ্টা করায় মামলা দায়ের করেন। উল্লেখ্য যে, মামলার ০২ নং আসামী মোঃ বাবুলের বিরুদ্ধে ৮১/২২ ফুলবাড়ী আদালতে ১০৭ ও ১১৭ ধারায় মামলা থাকায় মুসলেকা দেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত সি,আর,পি,সি আদালত (খ) অঞ্চল দিনাজপুর। মামলা নং ২৪২পি/২১ (ফুলবাড়ী) ১০৭,১১৪ ও ১১৭ ধারায় শান্তি ভঙ্গের মুসলেকা দেন। প্রতিপক্ষ মোঃ বাবুল উল্লেখ্য জমির কোন অংশীদার নয়, তিনি বাদীনির প্রতিপক্ষের আদিয়ার। উক্ত ব্যক্তি এই অসহায় সুফিয়া খাতুন এর ১০ শতক জায়গা গ্রাস করার জন্য নানা কৌশল আবলম্বন করছেন। গত ১২/০৮/২০২৩ ইং তারিখে জমির উত্তর অংশে প্রায় ২ থেকে ৩ ফিট বসবাড়ীর জায়গা কেটে দখল করে নেয়। এই ঘটনায় সুফিয়া খাতুন গত ১২/০৮/২০২৩ ইং তারিখে ফুলবাড়ী থানায় বাদী হয়ে অভিযোগ করলে ১৭/০৮/২০২৩ইং তারিখে ফুলবাড়ী থানা ঘটনাটি তদন্ত করেন এবং একই দিনে শালিশের মাধ্যমে উক্ত ব্যক্তিকে জায়গা ভরাট করে দেওয়ার নির্দেশ প্রদান করেন। কিন্তু এখন পর্যন্ত প্রতিপক্ষ বাবুল অসহায় সুফিয়া খাতুন এর শেষ সম্বল জায়গাটুকু ভরাট করে দেন নি। বরং তাকে আরও জায়গা দখল করে নেবে বলে হুমকি দেন। এ ব্যাপারে সুফিয়া খাতুন ন্যায় বিচারের আসায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments