সারাদেশ

ফুলবাড়ীতে মাদকের ছড়াছড়ি আইন প্রয়োগকারী সংস্থা নিরব ॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকের ছড়াছড়ি। আইনপ্রয়োগকারী সংস্থা নিরব। প্রাপ্ত তথ্যে জানা যায়, ফুলবাড়ী উপজেলার কিছু হলুদ কার্ডধারী সাংবাদিকদের সাথে সক্ষতা গড়ে তুলে কতিপয় আইন প্রয়োগকারী সংস্থার লোকজন প্রকৃত মাদক ব্যবসায়ীদেরকে আটক না করে খোরদেরকে আটক করে মোটা অংকের ওৎকোচ নিয়ে হলুদ কার্ডধারী সাংবাদিক ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজন ভাগ বাটোয়ারা করে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গত ২ মাসে ফুলবাড়ীতে মাদক আটকের কোন লক্ষণ নেই। অথচ র‌্যাব ও ডিবি পুলিশ এই এলাকায় এসে অভিযান চালিয়ে মাদক সহ মাদক পাচারকারীদেরকে আটক করছেন। আর ফুলবাড়ীর আইন প্রয়োগকারী সংস্থার লোকজন মাদক ব্যবসায়ীদের সাথে সক্ষতা গড়ে তুলছেন। কতিপয় হলুদ কার্ডধারী সাংবাদিক তারা কোনদিনও সাংবাদিক কাকে বলে কিভাবে সংবাদ প্রকাশ করতে হয় কিছুই জানেনা। অথচ গাড়ির পিছনে প্রেস লিখে আইন প্রয়োগকারী সংস্থার লোকজনদের সাথে যোগাযোগ রেখে নারীদেরকে লেলিয়ে দিয়ে সেখানে আইন প্রয়োগকারী সংস্থাকে দিয়ে কাজ বানিয়ে ওৎকোচ নেওয়ার অভিযোগ উঠেছে। এসব হলুদ কার্ডধারী সাংবাদিকেরা প্রায় সময় কতিপয় অসাধু আইন প্রয়োগকারী সংস্থার সাথে বসে চা খেতেও দেখা যায়। ফুলবাড়ী উপজেলার মাদিলা, দেশমা, খয়েরবাড়ী, দৌলতপুর, শিবনগর ইউপির গাঁধাপাড়া, সুইচগেইট মোড়, ঘাট পাড়া, মেইন রোডের তেলের পাম্প সংলগ্ন ফকিরপাড়া, পুরাতন বন্দর, কানাহার, কাঁটাবাড়ী, স্টেশন পাড়া, কাজি বাড়ি রোড, জোলাপাড়া, কাজিহাল, এলুয়াড়ী, বাজনাপাড়া সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রকার মাদক বিক্রয়ে ছড়ে গেছে। মাদক ব্যবসায়ীরা অতি কৌশলে মাদক পাচার করছেন। বর্তমান মাদকের আসক্তায় যুব সমাজ ঝুঁকে পড়ছে। এখুনি মাদক থেকে যুব সমাজকে সরিয়ে নিতে না পারলে মাদকের গ্রাসে জীবন ধ্বংস হয়ে যাবে। বর্তমান ইঞ্জেকশন সহ বিভিন্ন মাদক বিক্রি হচ্ছে। চুনোপুটি মাদক খোরদেরকে আটক করে মামলা দিলেও রাঘব বোয়াল মাদক ব্যবসায়ীদেরকে ধরছে না আইন প্রয়োগকারী সংস্থা। আর হলুদ কার্ডধারী সাংবাদিকেরাও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। কেউ কেউ সাংবাদিকের কার্ড ব্যবহার করে মাদকের ব্যবসা করছেন। আবার কেউ কেউ দিনাজপুর থেকে আইন প্রযোগকারী সংস্থাকে এলে চিহ্নিত জায়গায় খোরদেরকে পাঠিযে দিয়ে মাদক ক্রয় করছেন। এ সময় মাদক ক্রয়কারীদেরকে আটক করে কেছ বানাচ্ছেন। এমনিক সুন্দরী নারীদেরকেও বিভিন্ন জায়গা থেকে এনে দুই একজন হলুদ কার্ডধারী সাংবাদিক প্রভাবশালীদেরকে লেলিয়ে দিয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে দিয়ে কাজ বানিয়ে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। স্থানীয় জনগণের প্রশ্ন এরা সাংবাদিক না সাংঘাতিক? এদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা কোন প্রয়োজনীয় ব্যবস্থা নেয় না। এদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার নিকট অভিযোগ করেও কোন লাভ হয়না। সীমান্ত ঘেষা গ্রাম গুলি থেকে মাদক শহরে ছড়ে পড়ছে। এ ব্যাপারে সুধীজন মাদক বিক্রয়কারীদের ও হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উচ্চ মহলের আইনপ্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments