সারাদেশ

বগুড়া জেলা প্রাণিসম্পদ দপ্তরে যোগদান ড. আনিছুর রহমান পিএইচডি ডিগ্রি অর্জন করায় সংবর্ধনা প্রদান

আল আমিন মন্ডল (বগুড়া) ঃ ড. আনিছুর রহমান পিএইচডি ডিগ্রি অর্জন করায় বৃহস্পতিবার জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে বোনাফাইড এগ্রোভেট কোম্পানি লিঃ এর পক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদানের মাধ্যমে অভিনন্দন জানানো হয়। ইতিমধ্যে (১৭ই আগষ্ট২৩) তিনি বগুড়া জেলা প্রাণিসম্পদ দপ্তরে জেলা ট্রেনিং অফিসার হিসাবে যোগদান করেছেন। তিনি ১৯তম বিসিএস ক্যাডার। এরপূর্বে তিনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ), অষ্ট্রিয়া, ভিয়েনা’র অর্থায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পিএইচডি গবেষণায় তাঁর অভিসন্দর্ভের বিষয় ছিল ‘এবহড়সরপ ঞড়ড়ষং ভড়ৎ ওসঢ়ৎড়াবসবহঃ ড়ভ পৎড়ংংনৎবফ ঋৎরবংরধহ ঈধঃঃষব রহ ইধহমষধফবংয’। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার, উপ-পরিচালক (কৃত্রিম প্রজনন), অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, সদর, মনিটরিং অফিসার (খউউচ) ও বোনাফাইড এগ্রোভেট কোম্পানি লিঃ এর কর্মকর্তাবৃন্দ। ড. আনিছুর রহমান বলেন, তিনি ১২৫২টি ঈৎড়ংংনৎবফ ঋৎরবংরধহ গরুর ইষড়ড়ফ ঝধসঢ়ষব থেকে উঘঅ ওংড়ষধঃব করে এবহড়ঃুঢ়রহম এর মাধ্যমে এবহবঃরপ গধশবঁঢ় উদ্ভাবন করেছেন এবং এবহড়সরপ ঞড়ড়ষং ব্যবহার করে এবহড়সরপ ঝবষবপঃরড়হ এর মাধ্যমে ঈৎড়ংংনৎবফ ঋৎরবংরধহ গরুর জাত উন্নয়ন দ্রুততর সময়ে সম্ভব বলে তিনি অভিমত ব্যক্ত করেন। গবেষণালব্ধ জ্ঞান গবাদিপশুর জাত উন্নয়নে নবদিগন্তের সূচনা করবে বলে জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মোশারফ হোসেন আশাবাদ ব্যক্ত করেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments