February 25, 2024
জাতীয়

পদ হারালেন জামালপুরের ডিসি ইমরান

আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়ে সমালোচিত হওয়া জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপসচিব পদে বদলি করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপপরিচালক (উপসচিব) মো. শফিউর রহমানকে জামালপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর জামালপুরে একটি অনুষ্ঠানে ইমরান আহমেদ বলেন, এই সরকার যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এই সরকারকে পুনরায় নির্বাচিত করে আবার ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার।
ডিসির এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এমনকি বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে ২৮ বিশিষ্টজনের বৈঠকে জামালপুরের ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments