সারাদেশ

পীরগঞ্জে "বাঁচাও পীরগঞ্জ" এর সুধী সমাবেশ অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে বড়বিলা সুইচগেটে আলোচিত শরিফুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের দাবিতে "বাঁচাও পীরগঞ্জ" নামের সংগঠনটির সংগঠক মাকছুদার রহমান রবু'র- কর্তৃক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাঁচাও পীরগঞ্জ এর আয়োজনে সুধী সমাবেশে পীরগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ্যাড কাজী লুমুম্বা লুমু বলেন, এক সময়ে সুন্দর পীরগঞ্জ এখন মাদকের আখড়ায় পরিণতি হয়েছে। গ্রামে গ্রামে ঢুকে যাচ্ছে মাদক। উঠতি যুবকরা ছাড়াও স্কুল কলেজের শিক্ষকরাও মাদকে জড়িয়ে পড়েছে। অনেক শিক্ষক মাদকে বুদ হয়ে থাকছেন, ঠিকমতো ক্লাসে যাচ্ছেন না, এতে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। মাদককারবারির পাশাপাশি মাদকাসক্ত শিক্ষকদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। শিক্ষাকে রক্ষা করতে হলে পুলিশ বাহিনীতে যেভাবে ডোপ টেস্ট করা হচ্ছে। একইভাবে পীরগঞ্জের শিক্ষকদের ড্রপ টেস্ট করা জরুরি। যারা উত্তীর্ণ হতে পারবে না তাদের চাকরি থেকে বাদ দিতে হবে। এজন্য মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ও শিক্ষা মন্ত্রণালয়ে স্বারকলিপি দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য গত ২২ জুন রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরের সুইচগেট এলাকায় নির্মম হত্যাকান্ডের শিকার হন শরিফুল ইসলাম (২২)। অটোচালক শরিফুল গাইবান্ধার সাদুল্যাপুরের ফরিদপুর নাকরি গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে। ঈদ উপলক্ষে নানা বাড়ি (পীরগঞ্জের রওশনপুর) বেড়াতে গিয়ে পর্যটন স্পট সুইচগেটে যান। সেখানে বান্ধবীসহ আড্ডা দিচ্ছিলেন নীরব ও তাঁর দুই বন্ধু। মামলার এজাহারে বলা হয়েছে শিস দেওয়ার অভিযোগ তুলে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে ফোন করে কয়েকজন বন্ধুকে ডেকে বেদম প্রহার করা হয় শরিফুলসহ সঙ্গীদের। হাসপাতালে নেওয়া হলে শরিফুল মারা যান। ওই ঘটনায় নিহতের মা আরেফা বেগম মনিরুজ্জামান নিরব (১৯) ও তার বন্ধু ছাতিব তালুকদার (২০), নেহাল সরকার (১৯) ও আলিফসহ (১৯) অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে পীরগঞ্জ থানায় মামলা করেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments