December 06, 2023
সারাদেশ

ফুলবাড়ীতে পানি উন্নয়ন বোর্ডের অফিসটির বেহাল অবস্থা, দেখার কেউ নেই॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুরে স্থাপিত পানি উন্নয়ন বোর্ডের অফিসটির বেহাল অবস্থা, দেখার কেউ নেই। পানি উন্নয়ন বোর্ড এই এলাকার উন্নয়ন কল্পে একযুগ আগে দিনাজপুর ফুলবাড়ী মহাসড়ক সংলগ্ন উত্তর সুজাপুর এলাকায় প্রায় এক একর জমি ক্রয় করে সেখানে আবাসিক ভবন, ওয়ালের্স ভবন ও বাউন্ডারি ওয়াল নির্মাণ করেন। এক সময় এখানে জনবল ছিল। প্রায় ৫ বছর আগে জনবল থাকলেও এখন আর এখানে কেউ থাকে না। যার কারণে ভবনগুলির জানালা দরজা ও অন্যান্য আসবাপত্র চুরি হয়ে যাচ্ছে। এখানে রয়েছে অনেক মূল্যাবান বৃক্ষ। যাহার মূল্য প্রায় ১০লক্ষা টাকার অধিক। ফুলবাড়ী পানি উন্নয়ন বোর্ড অফিসটি সংরক্ষণ না করলে ভবিষ্যতে ইটও থাকবে না। এ ব্যাপারে প্রায়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় জনসাধারণ উর্দ্ধতন কর্তৃপক্ষের আসুহস্তক্ষেপ কামনা করেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments