সারাদেশ
পার্বতীপুরে উন্নয়ন মেলার উদ্বোধন

আল মামুন মিলন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি
“ সেবা উন্নয়নে দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে পার্বতীপুর উপজেলায় জমকালো আয়োজনে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১১ টায় কেন্দ্রীয় বাস টার্মিনাল মাঠে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামানিক। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মুহাম্মদ ইসমাঈল, মডেল থানার ওসি আবুল হাসনাথ খান ,উপজেলা প্রকৌশলী আহসান হাবিব, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একরামুল হক , পৌর প্যানেল মেয়র মন্জুরুল হক প্রমুখ। পরে তিনি মেলার স্টলসমুহ পরিদর্শন করেন। এর আগে উন্নয়ন মেলার আয়োজনে একটি র্যালিতে অংশ নেন তিনি। এ উপলক্ষে উন্নয়ন মেলার আলোচনা সভায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা নিজ এলাকার উন্নয়নের কথা তুলে ধরেন। ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ মেলা। নানা রকম উন্নয়ন কর্মকান্ডের চিত্র নিয়ে বিভিন্ন আলোক সজ্জায় সজ্জিত করে ৪১ টি স্টল নিয়ে সাজানো হয়েছে মেলাটি। উপজেলা সমাজ সেবএরই মধ্যে শিক্ষার্থী ও স্থানীয়দের উপস্থিতিতে মেলাটি সরগরাম হয়ে ওঠেছে।
Comments