September 19, 2024
সারাদেশ

আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আলুর দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকারি কর্মকর্তা, কোল্ড স্টোরেজ মালিক, ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনের সাথে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর,) সকাল ৯টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ.এইচ.এম সফিকুজ্জামান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেম হিমাগারের সামনে সরকার কর্তৃক নির্ধারিত আলুর মূল্য সংক্রান্ত ব্যানার প্রদর্শন, সকল পর্যায়ের ব্যবসায়ী কর্তৃক আলু ক্রয়-বিক্রয় সংক্রান্ত পাকা ভাউচার রাখা, বাজার মনিটরিং এবং যেকোন মূল্যে বাজার স্থিতিশীল রাখাসহ নানা গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ তার বক্তব্যে সরকার কর্তৃক নির্ধারিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা প্রশাসক জনাব পঙ্কজ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পুলিশ সুপার মো. গোলাম সবুর সিভিল সার্জনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিক উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments