আইন-আদালত

গাইবান্ধায় সাবেক এমপির স্ত্রীকে ৪ মাসের আটকাদেশ

গাইবান্ধা প্রতিনিধি:
ঋণখেলাপির দায়ে গাইবান্ধা-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী সৈয়দা খুরশীদ জাহান স্মৃতিকে ৪ মাসের আটকাদেশ প্রদান করেছেন আদালত। বুধবার (২১ সেপ্টেম্বর) গাইবান্ধা যুগ্ম জেলা জজ ও অর্থ ঋণ প্রথম আদালতের বিচারক মো. সুলতান মাহমুদ এই আদেশ প্রদান করেন।
খুরশীদ জাহান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সুন্দরগঞ্জ শাখা থেকে ৩৪ কোটি ১ লাখ ৪৪ হাজার ৩০৮ টাকা ঋণ নেন। সেই ঋণের সুদসহ ৪১ কোটি ২৯ লাখ ৮ হাজার ৪৬৭ টাকা পাওনা হয় ব্যাংক। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি টাকা পরিশোধ না করায় মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। পরে আদালত তার বিরুদ্ধে সমন জারি করেন।
তবে, অর্থ পরিশোধ না করে গত বছরের ২৫ মে মামলা খারিজের আবেদন করেন খুরশীদ জাহান। আদালত তার আবেদন নামঞ্জুর করেন।
গাইবান্ধা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহাদৎ হোসেন লাকু বলেন, মামলার বাদী ডিক্রিদার পক্ষ হয়ে খুরশীদ জাহানের বিরুদ্ধে দেওয়ানী আটকাদেশের প্রার্থনা করেন। তার আবেদন মঞ্জুর করে খুরশীদ জাহানের বিরুদ্ধে ৪ মাসের আটকাদেশ প্রদান করেন আদালত।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজমিরুজ্জামান বলেন, এ বিষয়ে এখনও আদালতের কোনো আদেশ কিংবা নির্দেশনা পাইনি।
খুরশীদ জাহান মেসার্স আশরাফ সিড স্টোর লিমিটেডের চেয়ারম্যান। এছাড়া, তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments