রাজনীতি
৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়ার মুক্তির দাবি ফখরুলের

শনিবার বিকেলে (২৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়ার যদি কোনো ক্ষতি হয় তাহলে শুধু বিএনপির নয় সারাদেশের ক্ষতি হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ জোর করে এ দেশের জনগণের ওপর সংবিধান চাপিয়ে দিয়েছে৷ বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে যদি এ সরকার আবার ক্ষমতায় আসে।
মির্জা ফখরুল বলেন, ভিসানীতি স্বাধীন দেশের জন্য অপমানজনক। এর জন্য সরকার দায়ী। এখনও শান্তিপূর্ণ আছি, শান্তিপূর্ণ থাকবো।
বিএনপি মহাসচিব বলেন, মার্কিন স্যাংশন নয়, এই দেশের মানুষ সরকারকে স্যাংশন দিবে।
Comments