কৃষি

তারাগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

মাজেদুল ইসলাম বকুল , তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাবী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির নিমিত্ত প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদানে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুম উক্ত বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগ তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান বায়জীদ বোস্তামী, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল, আফজালুল হক সরকার, ইদ্রিস উদ্দিন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী, প্রমুখ।


Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments