সারাদেশ

পার্বতীপুরে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত তলিয়ে গেছে ২শ ৫০ হেক্টর আমন ক্ষেত

আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
২ দিনের টানা বৃস্টিপাত আর উজানের ঢলে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নিম্নাঞ্চলসমুহ প্লাবিত হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তর জানিয়েছে,অতিবর্ষনে চলতি আমনের ২৫০ হেক্টর জমি তলিয়ে গেছে। বেরিয়ে গেছে প্রায় ৫শ পুকুরের ছোট ও মাজারি ধরনের পোনামাছ। ভারী বর্ষনে উপড়ে গেছে বিভিন্ন প্রজাতির শতাধীক গাছপালা। বিনষ্ট হয়ে গেছে ক্ষেতের আগাম সবজিচাষ।
এদিকে হাবড়া ও মোস্তফাপুর ইউনিয়নের রায়চন্দ্রপুর কাশিপুর ও ডাংগাপাড়াসহ বেশক’টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এর আশপাশের রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় শিক্ষার্থীরা বেরুতে পারেনি বিদ্যালয়মুখে। ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ৫০ টি কাঁচা ঘরবাড়ী ও রাস্তাঘাটের। জলাবদ্ধতা দেখা দেয় পৌর শহরের সড়ক সহ বেশ কটি স্থাপনায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল জানান, এ পর্যন্ত পৌরসভা সহ উপজেলার ১০ ইউনিয়নে সরকারীভাবে বন্যা পিড়ীত ৩শ জনের মাঝে ৩ মেট্রিক টন চাল বিতরন করা হয়েছে। হাবড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিছুুজ্জামান সরকার জানান, বর্ন্যাত্যদের মাঝে ত্রান তৎপরতা অব্যাহত রয়েছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments