September 19, 2024
খেলা

‘আমাকে মনে রাইখেন, ভুইলেন না’

বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছিলেন ফিটনেস ইস্যুতে। বাদ পড়ার একদিন পর বুধবার (২৭ সেপ্টেম্বর) মুখ খুললেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এক ভিডিও বার্তায় তুলে ধরেন গেল কয়েক দিনে তার সঙ্গে হওয়া ঘটনাপ্রবাহগুলো।
শতভাগ ফিট না হওয়াতে অধিনায়ক, হেড কোচ, টিম ম্যানেজমেন্ট ও বোর্ড কর্তাদের সিদ্ধান্তক্রমেই বাদ দেওয়া হয় তামিম ইকবালকে। বাঁহাতি এই ওপেনারকে রেখেই বুধবার (২৭ সেপ্টেম্বর) ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ জাতীয় দল।
পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল পাঁচটায় নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা পোস্ট করেন তামিম। সেখানেই তিনি বিস্তারিত জানান তার বিষয়ে সাম্প্রতিক সময়ে রটা বেশ কিছু গুঞ্জনের বিষয়ে।

ভিডিওতে তামিম বলেন, ‘স্ট্যাটাস দেখেই বুঝতে পেরেছেন, শেষ কয়েক দিনে যা যা লেখা হয়েছে আর আসলে যা ঘটেছে—কমপ্লিটলি ডিফারেন্ট। যা যা ঘটেছে, পুরো জিনিসটাই স্টেপ বাই স্টেপ জানাই। কারণ, এটি আমার যারা ফ্যান এবং বাংলাদেশের ক্রিকেট লাভার তাদের জানা উচিত।’

‘বেসিক্যালি সবাই জানেন, আমি অবসরে যাই, অবসরে যাওয়ার কারণ ছিল। এরপর প্রধানমন্ত্রীর অনুরোধে ফিরে আসি। এরপর যে দুই মাস আমি প্রচণ্ড পরিমাণ কষ্ট করি নিজেকে ফিট করার জন্য। আমি নিশ্চিত, যারা সম্পৃক্ত ছিল, ফিজিও থেকে শুরু করে। আমি নিশ্চিত সবাই একমত হবেন, এমন কোনো সেশন বা এক্সারসাইজ নেই যেটি তারা চেয়েছেন কিন্তু আমি করি নাই।’

‘খেলা শুরু হওয়ার আগে যখন কাছাকাছি আসল, আমি মেন্টালি ওয়াজ নট হ্যাপি। নিজের লাইফের সঙ্গে রিলেট করলে বুঝতে পারবেন, এটা সহজ না। প্রথম ম্যাচে ৩০-৩৫ ওভার ফিল্ডিং করলাম, ব্যাটিংয়ের সুযোগ পাইনি আনফরচুনেটলি। পরের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ এল। আমার জন্য যেটা বেস্ট পসিবল আউটকাম দরকার ছিল, আনফরচুনেটলি উই লস্ট দ্য গেম। তবে ওই সময় আমার দরকার ছিল কিছুটা রান করা, ব্যাটিংটা কেমন হচ্ছে ফিল করা। যেভাবে ব্যাটিং করেছি তাতে অনেক খুশি ছিলাম। আমি মাত্র ৪৪ রান করেছি, তবে আমি আত্মবিশ্বাসী ছিলাম বড় কিছুর জন্য। সেটি হয়নি দুর্ভাগ্যজনকভাবে। সে ম্যাচের পর আমি মানসিক দিক দিয়ে খুশি ছিলাম। যা শেষ ৪-৫ মাস হয়েছে, সেগুলো মাথায় অতটা ছিল না সেভাবে। খেলতে মুখিয়ে ছিলাম আবার, বিশ্বকাপ খেলতে মুখিয়ে ছিলাম।’

‘স্বাভাবিকভাবেই এতদিন পর যখন ক্রিকেট খেলবেন, চোট থেকে সেরে উঠেছেন, ব্যথা অস্বস্তি থাকবেই। প্রথম ম্যাচের পরও ব্যথা অনুভব করেছি। যখন খেলা শেষ হলো, আমার অবস্থান ফিজিওকে বললাম যে আমি কেমন বোধ করছি। ঠিক ওই মুহূর্তে তিনজন নির্বাচক ড্রেসিংরুমে আসেন। একটা জিনিস ক্লিয়ার করতে চাই, আমি কোনো সময়, কোনো মুহূর্তে কাউকে কোনো সময় বলি নাই আমি ৫টা ম্যাচের বেশি খেলতে পারব না। আমি নিশ্চিত, গতকাল নান্নু ভাইও ক্লিয়ার করছে। এটা মিথ্যা কথা, ভুল কথা। আমি জানি না এটা মিডিয়ায় কীভাবে ফিড করা হয়েছে বা কে করেছে। এটা একেবারে ভুল। যেটা নির্বাচকদের বলেছিলাম, আমার শরীর এখন এমনই থাকবে। ব্যথা থাকবে। দল যখন নির্বাচন করবেন, এটা মাথায় রেখে করবেন। এটার কারণ আছে।’

ভিডিওর শেষে তামিম বলেন, ‘একটাই রিকুয়েস্ট করব সবাইকে—আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন না।’

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments