রাজনীতি
রংপুরে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওলামা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও রংপুর জেলার আহবায়ক মাওলানা মোহাঃ ইনামুল হক মাজেদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, বক্তব্য রাখেন জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আব্দুল মমিন জিহাদি, উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, কৃষক দলের জেলা আহবায়ক আনোয়ার শাহাদত, উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সহ-সভাপতি মাওলানা আবু তালেব। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর ওলামা দল রংপুর শাখার আহবায়ক মাওলানা মোঃ জামাল উদ্দিন ফয়েজী এবং সদস্য সচিব মাওলানা মোঃ নুরুল হক শাহ । এসময় জাতীয়তাবাদী ওলামা দল রংপুর জেলা ও মহানগর শাখাসহ বিভিন্ন উপজেলা-থানা ও পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনাসহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়াও রংপুর মহানগর ওলামা দলের সাবেক আহবায়ক প্রয়াত আফজালুর রহমান নোমান ও মহানগরের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক, জেলার সাবেক সদস্য সচিব প্রয়াত মাওলানা নুরুল আবছার দুলাল সহ ওলামা দলের নেতৃবৃন্দসহ প্রয়াত সকল বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
Comments