December 06, 2023
সারাদেশ

মহাসমাবেশ সফল করার লক্ষ্যে রংপুরে স্কুল ও মাদ্রাসা শিক্ষক সমিতির প্রস্তুুতি সভা

প্রেস বিজ্ঞপ্তির॥
আগামী ৭ অক্টোবর রাজধানী ঢাকায় শিক্ষক কর্মচারি ঐক্যজোটের মহাসমাবেশ সফল করার লক্ষ্য প্রস্তুতি নিতে শুরু করেছে ঐক্যজোটভুক্ত শিক্ষক সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় গত শনিবার বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ কার্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি রংপুর জেলা শাখা যৌথভাবে প্রস্তুুতি সভার আয়োজন করে। উক্ত প্রস্তুুতি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও রংপুর বিভাগীয় শিক্ষক কর্মচারি ঐক্যজোটের সদস্য সচিব মাওলানা মোহাঃ ইনামুল হক মাজেদী।
সভায় বাংলাদেশ শিক্ষক সমিতি রংপুর জেলার আহবায়ক ও পীরগঞ্জ লালদিঘি উচ্চ বিদ্যালয়ের মোস্তফা হারুন আর ইয়াতিমুল হাসান লিটনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি রংপুর জেলা কমিটির সদস্য সচিব মাও: হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যুগ্ম সচিব মাও: আবু তালেব ও মাও: আব্দুল মমিন জিহাদী, বাংলাদেশ শিক্ষক সমিতি রংপুর জেলার যুগ্ম আহবায়ক রুহুল আমিন খন্দকার, মাহমুদুল হাসান মিঠু, যুগ্ম সদস্য সচিব বাবুল হোসাইন, সদস্য প্রয়াত এ্যাডভোকেট বদরুল ইসলাম চুন্নু’র স্ত্রী ফৌজিয়া ইয়াসমিন কনা, নওশাদ আলী দুলু, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি রংপুর জেলার সদস্য আব্বাস আলী, ইউনুস আলী প্রমুখ। এসময় রংপুর জেলা ও মহানগরের শিক্ষক নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৭ অক্টোবর রাজধানী ঢাকায় অধ্যক্ষ সেলিম ভুঁইয়া’র ডাকে শিক্ষক কর্মচারি ঐক্যজোটের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এছাড়াও জাতীয় শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সভায় মহাসমাবেশ সফল করার লক্ষ্য প্রস্তুতিমুলক নানা আলোচনা হয়। শিক্ষক সমাজকে শিক্ষা ও শিক্ষকদের ন্যার্য্য দাবি আদায়ের সংগ্রামে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।


Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments