September 19, 2024
অপরাধ

পীরগঞ্জ-নবাবগঞ্জ-ঘোড়াঘাট ৩ উপজেলার ত্রি-মুখী সীমানায় প্রতিদিন চলছে জমজমাট জুয়া খেলার আসর

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
পীরগঞ্জ-নবাবগঞ্জ-ঘোড়াঘাট তিন উপজেলার ত্রি-মুখী সীমানায় অর্থাৎ বড়আলমপুর ইউনিয়নের শিমুলবাড়ী-ধর্মদাসপুর মৌজার মাঝা-মাঝি কুলানন্দপুর চরের উপর প্রতিদিন চলছে জম-জমাট জুয়ার আসর বসায় সামাজিক পরিবেশ নষ্টসহ এলাকায় চুরি, ছিনতাইসহ ৩ থানায় রশি টানা টানির ফলে দীর্ঘদিন ধরে ওই এলাকার জুয়া খেলা বন্ধ হচ্ছেনা। বন্ধ হলেও অজ্ঞাত কারণে পুনরায় জুয়া খেলা চালিয়ে যাচ্ছে জুয়ারুরা। জানা গেছে,পীরগঞ্জের ধর্মদাসপুর উচা পাড়া গ্রামের আ: সাত্তার মিয়ার পুত্র কুখ্যাত জুয়ারু আতাউর রহমান এবং কুলানন্দপুরের ইউপি সদস্য জাকিরুল মেম্বরের নেতৃত্বে দীর্ঘদিন ধরে পীরগঞ্জে সীমান্তবর্তী অঞ্চল দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা কুলানন্দপুর চরে প্রতিদিন বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত এ খেলা চলছে। বিষয়টি অবৈধ ও অসামাজিক হওয়ার কারণে পীরগঞ্জ থানা পুলিশ উক্ত স্থানে কয়েকবার অবস্থান নিলে করতোয়া নদীতে পানি থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারছেনা। এ বিষয়ে বড় আলমপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম বলেন অনেকবার গ্রাম্য পুলিশ নিয়ে অভিযান করেছি, স্থানীয় জুয়ারু আতাউরের কারণে ওই এলাকার জুয়া খেলা বন্ধ হচ্ছে না। ফলে ওইসব এলাকায় চুরি, ছিনতাই দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জুয়া বন্ধের বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনারুল ইসলাম জানান, জুয়ারুদের গ্রেফতারের বিষয়ে পীরগঞ্জ থানাকে জিরোটলারেন্স হিসেবে ঘোষণা করেছি। ইতিমধ্যে প্রতিদিন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জুয়ারুদের গ্রেফতার অব্যাহত রয়েছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments