রাজনীতি

রংপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামীলীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, সাইবার নিরাপত্তা আইনের নামে সকল কালাকানুন বাতিল, ক্যাম্পাসে সন্ত্রাস দখল-দারিত্ব বন্ধ, কাগজ কলম শিক্ষা উপকরণসহ নিত্য পণ্যের দাম কমানো এবং অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর মহানগর শাখার উদ্যোগে গতকাল সকাল ১১.৩০টায় প্রেসক্লাবের সামনে ছাত্র সমাবেশ করে। কারমাইকেল কলেজ শাখার সংগঠক মানবি' র সঞ্চালনায়্য সংগঠনটির মহানগর শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসদ রংপুর জেলা শাখার আহ্বায়ক জননেতা কমরেড আব্দুল কুদ্দুস। এছাড়া বক্তব্য দেন ছাত্র ফ্রন্ট বেরোবি'র সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিনা মুরমু, বেরোবি'র সদস্য পবিত্র রঞ্জন এবং নগর শাখার সদস্য বিপ্লবসহ প্রমুখ।
বাসদ নেতা কুদ্দুস বলেন, বর্তমান আওয়ামী সরকার দিনের ভোট রাতে করে ক্ষমতায় আসার পর উন্নয়নের নামে জনগণের উপর করের বোঝা চাপিয়ে পকেট খালি করে চলেছে। নিত্যপণ্যের লাগামহীন উর্ধ্বগতির ফলে সাধারণ জনগণ আজ দিশেহারা। জনসাধারণের এসবের ক্ষোভ বিক্ষোভকে দমিয়ে রাখতে সরকার সাইবার নিরাপত্তা আইন নামে কালাকানুন তৈরী করে রেখেছে।অন্য বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরে যারা দেশ পরিচালনায় এসেছে তারাই শিক্ষাকে বাণিজ্যিক পণ্যে পরিণত করেছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা সর্বোত্রই শিক্ষা ব্যয়বহুল হয়ে পড়েছে। বিঘ্নিত হয়েছে শিক্ষার মান ও শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আজ ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ সন্ত্রাস দখলদারিত্বের অভয়ারণ্যে পরিণত করেছে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বায়ত্তশাসন নেই, যার ফলে একদল শিক্ষক কর্মকর্তা দলদাসে পরিণত হয়েছে। বেরোবি প্রতিষ্ঠার পনেরো বছরে শিক্ষক-কর্মকর্তা নিয়োগসহ নানা অনিয়ম-দুর্নীতি চললেও বিশ্ববিদ্যালয়ের মৌলিক জ্ঞান চর্চার জায়গা নির্মাণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেই । বক্তারা আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে বই খাতা কলমের দাম বেড়ে যাওয়ায় দরিদ্র অসহায়, নিম্ন মধ্যবিত্ত পরিবারের লক্ষ লক্ষ শিক্ষার্থী শিক্ষা জীবন থেকে ঝড়ে পড়ছে। আমরা মনে করি এই দায় সরকারের। এছাড়াও বক্তারা বলেন ,দেশের সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। নেতৃবৃন্দ, উক্ত পাঁচ দফা দাবি আদায়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এগিয়ে আসার উদাত্ত আহবান জানান। সমাবেশ শেষে  একটি মিছিল নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments