ধর্ম

দুর্গাপূজা উপলক্ষে রংপুর আওয়ামী লীগ নেতা রঞ্জুর সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা

রংপুর সহ সারাদেশ ব্যাপি শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা।শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য,সাবেক ছাত্রনেতা এরশাদুল হক রঞ্জু।
এক শুভেচ্ছা বার্তাতে বলেন-দুর্গাপূজা এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।আবহমানকাল ধরে এ দেশে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা উদযাপন হয়ে আসছে।দুর্গোৎসব উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব,পরিবার-পরিজন,পাড়া-প্রতিবেশী একত্রিত হয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠে।এ সার্বজনীনতাই প্রমাণ করে,ধর্ম যার যার,উৎসব সবার।শারদীয় দুর্গোৎসব সত্য-সুন্দরের আলোকে ভাস্বর হয়ে উঠুক।ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুসংহত হোক এ কামনা করে রঞ্জু আরও বলেন-মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি।এই দেশ আমাদের সকলের।
তাই আসুন বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা,বিশ্ব মানবিকতার শ্রেষ্ঠ মানবিক প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে এগিয়ে যাওয়া বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য একটি উন্নত,সুখী-সমৃদ্ধ,সাম্প্রদায়িক সম্প্রতির বাংলাদেশ গড়ে তুলি।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments