September 20, 2024
আইন-আদালত

গাইবান্ধায় বিচারককে পিস্তল ঠেকিয়ে গুলির হুমকি,আটক ১

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
গাইবান্ধায় ল্যান্ড সার্ভেয়ার ট্রাইব্যুনালের বিচারক আবু বাছেদ মো. বুলু মিয়াকে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আব্দুল হালিম (৩০) নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে গাইবান্ধা কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, বিকেল সাড়ে ৩টার দিকে ল্যান্ড সার্ভেয়ার ট্রাইব্যুনালের বিচারিক কক্ষে এ ঘটনা ঘটে। গ্রেফতার আব্দুল হালিম সদর উপজেলার উত্তর ধানগড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে।
কোর্ট পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম চলছিল। এসময় হঠাৎ এক যুবক বিচারকের দিকে পিস্তল তাক করে গুলি করার হুমকি দেন এবং বঙ্গবন্ধুর ছবি ওপরে টানানো কেন জানতে চান। তাৎক্ষণিকভাবে সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে আটক করেন। এসময় ওই যুবকের কাছ থেকে একটি প্লাস্টিকের খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন বলেন, ওই যুবকককে প্রাথমিকভাবে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। আমরা তাকে সদর থানাপুলিশের কাছে হস্তান্তর করেছি।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে, প্রাথমিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments