অপরাধ
পীরগঞ্জে চাকরির দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে হারুন অর রশিদ সুমন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি উপজেলার বড়দরগাহ ইউনিয়নের ভগবানপুর গ্রামের আঃ হালিম মিয়ার পুত্র।বর্তমানে ঢাকা অফিস কেন্দ্রীয় কার্যালয় মিরপুর-১ চক্ষু হাসপাতালে কর্মরত রয়েছেন তিনি। ভুক্তভোগী গোলাম আজম নিরুপায় হয়ে ঢাকা মেট্রোপলিটন মিরপুর মডেল থানায় অভিযোগ সুত্রে জানা গেছে, ৩/৪ মাস পূর্বে হারুন অর রশিদ সুমনের সাথে তাদের পরিচয় হয়। পরিচয় সুত্র ধরে বাংলাদেশ প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তর কৃষি খামার সড়ক ফার্মগেট, ঢাকায় লাইভষ্টক ফিল্ড এ্যাসিটেন্ট পদে নিয়োগ প্রদানে সহযোগিতা করবেন মর্মে চাকরী প্রত্যাশী গোলাম আজমের নিকট থেকে মধুমতি ব্যাংক, পীরগঞ্জ শাখার হিসাব নং- ১১১৬১২১০০০০০২৭৮ এর চেক পাতা নং- এসবি-০৫৬৯৬২৮ মুলে ১ লক্ষ টাকা গ্রহণ। পরবর্তীতে বিভিন্ন সময় ২ লক্ষ টাকা সহ মোট ৩ লক্ষ টাকা তিনি হাতিয়ে নেন। একই কায়দায় লাবলু মিয়ার নিকট থেকে ৩ লক্ষ ৬ হাজার টাকা হাতিয়ে নিয়ে সর্বমোট দুইজনের নিকট থেকে ৬ লক্ষ ৬ হাজার টাকা হাতিয়ে নেন। সুচতুর সুমন প্রাণি সম্পদ অধিদপ্তরের লাইভষ্টক ফিল্ড এ্যাসিটেন্ট পদে ভুয়া স্মারক ৯২২৫ নম্বর ব্যবহার করে ভুয়া নিয়োগ পত্র প্রদান করেন চাকরি প্রত্যাশী গোলাম আজমকে। নিয়োগপত্রটি ১৬ জানুয়ারী/২০ইং তারিখে চেয়ারম্যান কৃষ্ণা সিকিউরিটি সার্ভিসেস লি: স্বাক্ষরিত তার স্থায়ী ঠিকানায় পাঠিয়ে দেন। উক্ত নিয়োগপত্র নিয়ে তিনি প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়, গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলায় যোগদান করতে গেলে তার নিয়োগপত্রটি বৈধ নয় মর্মে প্রাণি সম্পদ কর্মকর্তা তাকে জানান। অপরদিকে টাকা ফেরত চাইলে তাদের দুজনকে জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন। নিরুপায় হয়ে ঢাকা মেট্রোপলিটন মিরপুর মডেল থানায় ৩ জনকে আসামী করে সাধারণ জিডি করেন গোলাম আজম। যার সাধারণ জিডি নং- ১০২০, তাং- ১৩ ফেব্রুয়ারী/২০ইং। এ ব্যাপারে অভিযুক্ত হারুন অর রশিদ সুমন মিয়ার মুঠো ফোনে কথা হলে তিনি জানান, আউট সোসিং এ তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তারা চাকরি করবে না। পরবর্তীতে তাদেরকে কিছু টাকা ফেরত দিয়েছি বলে তিনি স্বীকার করেন।
Comments