আইন-আদালত

রংপুরে গণতন্ত্র মঞ্চের গণসংহতি আন্দোলন রংপুর জেলা শাখার সমন্বয়ক তৌহিদুর আটক

তিন দিনব্যাপী(৩১অক্টোবর থেকে ২নভেম্বর) গণতন্ত্র মন্ত্রের সড়ক-নৌপথ ও রেলপথ অবরোধ কর্মসূচির শেষ দিনে রংপুরে গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ মিছিলে পুলিশি হামলা, লাঠিচার্জ এবং গণসংহতি আন্দোলন, রংপুর জেলা শাখার সমন্বয়ক, তৌহিদুর রহমান আটক।আজ ০২ নভেম্বর ২০২৩ইং, বৃহস্পতিবার, বিকাল ৪:০০ ঘটিকায়, অবৈধ সরকারের পদত্যাগের দাবীতে তিন দিনব্যাপী গণতন্ত্র মন্ত্রের সড়ক-নৌপথ ও রেলপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে মিছিলে পুলিশি হামলা, লাঠিচার্জ এবং গণসংহতি আন্দোলন, রংপুর জেলা শাখার সমন্বয়ক, তৌহিদুর রহমানকে আটক করা হয়। পরেনেতাকর্মীদের বিক্ষোভের মুখে তাকে ছেড়ে দেয়া হয়। গণতন্ত্র মঞ্চ, রংপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি রংপুর শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। মিছিলটি রংপুর শহরস্থ ওয়াল্টন মোড়ে আসা মাত্র পুলিশি হামলা ও লাঠিচার্জের স্বীকার হয়। এতে কমপক্ষে ৩জন নেতাকর্মী আহত হন এবং গণসংহতি আন্দোলন, রংপুর জেলা শাখার সমন্বয়ক, তৌহিদুর রহমানকে আটক করা হয়। পরেনেতাকর্মীদের বিক্ষোভের মুখে তাকে ছেড়ে দেয়া হয়। গণতন্ত্র মঞ্চ, রংপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেএসডি রংপুর জেলা শাখার সভাপতি, আমিন উদ্দিন বিএসসি, জেএসডি রংপুর মহানগরের নেতা এবিএম মশিউর রহমান, আব্দুস সাদেক জিহাদী, নাগরিক ঐক্য রংপুর জেলার সা. সম্পাদক শাহ মোহাম্মদ রহমতুল্লাহ, গণসংহতি আন্দোলন রংপুর জেলার সমন্বয়ক, তৌহিদুর রহমান, ভারপ্রাপ্ত সদস্য সচিব, মোফাকখারুল মুন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর জেলার সমন্বয়ক, চিনু কবির, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর জেলার জেলা দপ্তর সমন্বয়ক, কনক রহমান, জেলা রাজনৈতিক সমন্বয়ক জুবায়ের আলম জাহাজী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, রংপুর জেলার আহবায়ক,  একে কাজল প্রমুখ।



Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments